সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসী বর্তমান মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সন্ত্রাসী জিয়ার শেখ সহ তার সন্ত্রাসী বহিনী কর্তৃক সুন্দরবন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাংখ্যালঘু সম্প্রদান্তের ঘের দখল, লুট, নিরিহ পরিবারদের উপর অন্যায় ভাবে হামলা, যখম ও নারীদের শ্লীলতাহানি সহ ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিকান্ড করা সহ এলাকায় বিভিন্ন ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ এবং এই সন্ত্রাসীকে বিএনপি থেকে বহিষ্কার সহ গ্রেফতার দাবীতে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।
২৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের ভিআইপি মোড়ে মানববন্ধন করেন স্থানীয়রা।
উল্লেখ্য, মোংলা উপজেলা সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের বৃদ্ধ ধীরেন্দ্র নাথ বর নিজ পৈত্তিক ঘের করে সংসার পরিচালনা করে আসছিল। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকেই সেই চিংড়ি ঘেরটি দখলে নেয়ার জন্য পায়তারা করে আসছিলো বিএনপিতে নব্য যোগদানকারী এই জিয়ার শেখ।
গত ২৪ মার্চ সোমবার সকালে জিয়ার শেখ তার সন্ত্রাসী দলবল নিয়ে চিংড়ি ঘেরটি দখলে নিয়ে সকল প্রজাতির মাছ লুটপাট করে নেয়। এসময় তাদেরকে বাধা দিলে ধীরেন্দ্র নাথ বরের স্ত্রী সত্যবতি বর, মেয়ে তমা মন্ডল ও ছেলে ধিমান মন্ডলকে রক্তাক্ত যখম করে।
মানববন্ধন চলাকালে স্থানীয়রা বলেন, এ বিষয়ে জিয়ার শেখের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা রেকর্ড হয়েছে কিন্তু আসামি কি এখনো আটক করা হয়নি। আসামি এখনো দাপটের সহিত এলাকায় পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।