হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি।
আজ কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায় এক যুবক রাতে ঘর থেকে বাহির হয়। তখন একটি পাগল শিয়াল যুবক কে একা পেয়ে বাধা সৃষ্টি করে।এমনকি যুবক কে পায়ের নানা স্থানে কামড় দেয়। কিন্তু যুবকেরও ব্যতিক্রমী কান্ড। শিয়ালের কামড় খেয়েও শিয়াল কে ছাড় দিলো না। শিয়াল কে মেরে নিজেই বাড়িতে নিয়ে আসে।সে বলে আমাকে মানুষ দেখতে আসবে তাই সাথে শিয়াল কে মেরে নিয়ে আসলাম যাতে করে আমার সাথে শিয়াল কেউ দেখতে পারে। যুবকের এই কান্ড দেখে এলাকায় ভিড়।যা দেখে রীতিমতো অবাক অনেকেই