চিন্ময় দাশ: শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি
২৭ (মার্চ) রোজ বৃহস্পতিবার শাল্লা উপজেলা গণমিলনায়তন হলরুমে ছাত্র, যুব,শ্রমিক ও গণ অধিকার পরিষদ জিওপির আয়োজনে ও সোহেল বরকত সাবেক সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর সঞ্চালনা ও মাওলানা মাসুম বিল্লাহ সাবেক সহসভাপতি সুনামগঞ্জ জেলা শাখা গণ অধিকার পরিষদ এর সভাপতিত্বে
উক্ত দোয়া ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাব্বির আহমেদ খোকন, সদস্য গণ অধিকার পরিষদ জিওপি কেন্দ্রীয় কমিটির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব টনু মিয়া আহ্বায়ক গণ অধিকার পরিষদ দিরাই।
মিনহাজ তালুকদার ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখাএবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা দিরাই। মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি শাল্লা ৩ নং বাহারা ইউপি।
এছাড়াও উপস্থিত ছিলেন একরামুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষক দল শাল্লা শাখা।
শামীম আহমেদ যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ শাল্লা।
গোলাম কিবরিয়া আহ্বায়ক গণ অধিকার পরিষদ , শাল্লা।
হেলাল আহমেদ সদস্য সচিব গণ অধিকার পরিষদ শাল্লা।
মোঃ এরশাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক গণ অধিকার পরিষদ শাল্লা।
তকদির হোসেন , গণ অধিকার পরিষদ শাল্লা।
সোহাগ মিয়া, গণ অধিকার পরিষদ শাল্লা।
জাহের আলী , গণ অধিকার পরিষদ শাল্লা ও
আনফর আলী প্রমুখ।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।