হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
আজ ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা চলছে রমরমা তরমুজ ব্যবসা।
তরমুজ ব্যবসাহিরা বলেন চলছে তিন দিন ধরে যেভাবে লাভবান হয়েছি যদি আর কিছু দিন এভাবেই ব্যবসা ভালো হয় তাহলে আমরা ব্যবসায়ী সবাই হাসি খুশি ও আনন্দে পরিবার নিয়ে ঈদ কাটাইতে পারবো।
তারা আরও বলেন ঢাকার চাকুরীজীবিরা গ্রামে ফিরে আসায় তাদের সব ক্ষেত্রেই আনন্দ।
ঢাকার মানুষ ফিরে আসায় গ্রাম আজ সুন্দরে ভরপুর।তারা গ্রামে ফিরে আসায়ও অনেক আনন্দ উপভোগ করেছেন। এই আনন্দের মাঝে তারা অধিকাংশ লোকই তরমুজ কিনে নিচ্ছেন। টাকার চিন্তা না করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ফল।
তাই ব্যবসাহি রা বলেন ঢাকার মানুষ গ্রামে ফিরার আনন্দের ও পছন্দ রোদ তাকার মাঝেই আজকের এই ভাল ব্যবসা।
ব্যবসাহিরা এই লাভজনক ব্যবসার সাথে থেকেও দেশের সকল প্রকার মানুষকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।