1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটিতেও অব্যহত ছিলো পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত সকল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত  থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে মাদকদ্রব্য আটক করা প্রসংগে গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা গফরগাঁওয়ে বিএনপির ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  কালিহাতীতে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো বৃদ্ধার লাশ উদ্ধার  বাগেরহাটে সালিশি টাকা ঘিরে সংঘর্ষ: আহত ১০, আটক ৯ জন  বাগেরহাটের মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব, সরকারি হাসপাতালে স্যালাইন সংকট

থানচিতে দফায় দফায় অভিযানের পরও অবৈধ ইটভাটা বন্ধ হয়নি।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

অনুমোদনহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে বান্দরবানের থানচিতে সাঙ্গু ব্রিফিল্ড (এসবিএম) নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন দফায় দফায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হলেও বন্ধ হয়নি কার্যক্রম। দিনে রাতে সমানে চলছে ইটভাটার প্রস্তুতি সবধরনে কার্যক্রম।

জানা যায়, অবৈধভাবে চালু করার সাঙ্গু ব্রিফিল্ড (এসবিএম) ইটভাটার বিরুদ্ধে প্রথম দফায় উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের ইটপ্রস্তুত ও পরিবেশ ক্ষতি হওয়াই ভাটাস্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১০ ও ২০১৩ ধারা মোতাবেক এসবিএম নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। দ্বিতীয় দফায় অভিযানের ভ্রাম্যমাণ আদালত ৩ লক্ষ টাকার জরিমানা, ৫৫০ ঘনফুট কাঠ জব্দ, প্রায় ১০ লক্ষাধিক প্রস্তুত করা কাঁচা ইট ও ১ লক্ষাধিক পোঁড়া ইট পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়েছিল। তৃতীয় দফায় চলতি মাসের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ দেখতে পান বলে গণমাধ্যম কর্মীদের প্রশাসন জানান।

এই নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, থানচি-আলীকদম রোড পূর্বে মংগক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণে বৌদ্ধ বিহার, পশ্চিমে উষামং হেডম্যান পাড়া ও উত্তরে ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় সাঙ্গু ব্রিকফিল্ড (এসবিএম) নামের একটি ইটভাটার অবস্থান। সেখানে চলছে পাহাড়ে মাটি দিয়ে ইট তৈরী কাজ। জ্বালানি হিসেবে পোঁড়ানো হচ্ছে বনের কাঠ। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি কালো ধোঁয়ায় কার্বন-ড্রাই অক্সাইড ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এসবিএম ইটভাটা দেশের উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোন ধরনের লাইসেন্স ছাড়াই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ফসলি জমি মাটি ব্যবহার ও জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে অনেক বছর ধরে ইট প্রস্তুত ও পরিচালনা করে আসছিল।

তাঁরা আরো বলেন, চলতি মাসে প্রশাসন অভিযান চালিয়ে ইটভাটা বন্ধ করে দিলেও পরের দিন আবারো ইটভাটার কার্যক্রম শুরু করে দেয়া হয়েছে। সেখানে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। কাটা হচ্ছে পাহাড়। দফায় দফায় অভিযানের পরও ইটভাটার কার্যক্রম চলছে প্রতিদিনের মতোই।

সাঙ্গু ব্রিফিল্ড (এসবিএম) ইটভাটায় দায়িত্বে থাকার মো: জব্বর বলেন, ইটভাটায় ইট বেশি নেই, যা দেখছেন এটুকুই আছে। ইটভাটার সকল ধরনে কার্যক্রম চলমান আছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ বিরুদ্ধে থানচি ইটভাটা মালিক আপিল ‌করায় স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারছে না। তাই হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট