জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ মৎস্য পাইকারি সমিতির পক্ষ থেকে নগদ ২০০০ টাকা এবং 2 কেজি মাংস বিতরণ করেন ঝিনাইদহ মৎস্য পাইকারদের এখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৎস্য পাইকারি সমিতির সভাপতি রশিদুল শেখ| সাধারণ সম্পাদক জনি শেখ. উপস্থিত ছিলেন মৎস্য আড়ৎ সভাপতি করিম শেখ, ১৬০ জন মানুষকে বিতরণ করেন, মোঃ রশিদুল শেখ বলেন ঝিনাইদহ বাসীর যে কোন বিপদে আপদে পাইকারি সমিতি
তাদের সাহায্য করে থাকেন আগামীতেও এই সংগঠনটি মানুষের পাশে থাকবেন বলে আশ্বাস দিন,
ঝিনাইদহ ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে তারা এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে পেয়ে খুবই খুশি যা বলেন, মৎস্য ব্যবসায়ীরা তারা জানান যে তারা প্রতিবছরেই নগদ অর্থ এবং মাংস পেয়ে থাকেন তাছাড়া যে কোন সমস্যায় ব্যবসায়িকদের পাশে যে থাকেন বলে জানান এই সংগঠনটি |