মো: কামরুল হাসান কক্সবাজার।
ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন কক্সবাজারের মেয়ে মোমোছেন রাখাইন। তিনি গত ২৭ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের “ডি অনারেবল সোসাইটি অব মিডল টেম্পল ইন্স”এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী Call to the Bar অনুষ্ঠানে ‘বার এট ল’ সনদ গ্রহণ করেন।
ব্যারিস্টার মোমোছেন হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার পৌরসভাধীন বড় রাখাইন পাড়া নিবাসী প্রয়াত অংচিং সওদাগরের পুত্র অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ লামং ও কক্সবাজার শহরের বার্মিজ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত ছাচিং সওদাগরের কনিষ্ঠ কন্যা মলিছেন এর বড় মেয়ে।
ব্যারিস্টার মোমোছেন শিক্ষাজীবনে চট্টগ্রাম লিটল জুয়েল্স স্কুল থেকে O লেভেল, A লেভেল, যুক্তরাজ্যের University of the West of England (UWE) থেকে আইনে স্নাতক ডিগ্রি এবং লন্ডনস্থ মিডল টেম্পল ইন্স থেকে ‘বার ট্রেনিং কোর্স’ সাফল্যের সাথে সম্পন্ন করেন।
উল্লেখ্য যে, ব্যারিস্টার মোমোছেন হলেন বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের মধ্যে প্রথম ব্যারিস্টার এবং তার পিতা লামং হলেন একই সম্প্রদায়ের মধ্যে প্রথম জেলা ও দায়রা জজ। ব্যারিস্টার মোমোছেন এর গর্বিত পিতা-মাতা তাদের মেয়ের এ সাফল্যের জন্য সবার দোয়া-আশীর্বাদ কামনা করেন।