সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি।
কুড়িগ্রাম রৌমারীতে ১০৫ পিস ইয়াবাসহ ৩ বোতল অফিসার ইনচার্জ মদ সহ ৩ মাদ কারবারিকে আটক করেছে। রৌমারী থানা পুলিশ। গত ২৮/০৩ /২০২৫ইং মার্চ রাত ১১টা ৩০মিনিটের টার দিকে রৌমারী উপজেলার
চর শৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের এলাকায় তাদেরকে আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের
১ মোঃ বাদশা আলম (৩৫) পিতা-মোঃ ছাত্তার আলী,২ মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত ছাত্তার আলী, উভয় সাং-পূর্ব পাখিউড়া, ৩ মোঃ আবু আসাদ (২৭) পিতা-মোঃ নুর হোসেন, সাং-দক্ষিন পাখিউড়া মোট আসামি ৩
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (লৎফর রহমান) জানান, তাঁর নের্তৃত্বে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।