মোঃ বেলাল হোসেন রামগড় উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে অবস্থিত গত জুলাই ২৪ আন্দোলনে শহীদ মজিদ হোসেন পরিবারকে সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আর্থিক সহায়তা প্রদান কালে জেলা প্রশাসক শহীদ মজিদ পরিবারকে জানান সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে আরও ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসক আরো জানান, শহীদ মজিদ হোসেন এর নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।
আর্থিক সহায় প্রদান করার সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মিজানুর রহমান মামুন, ইকবাল হোসেন, রামগড় পাতাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।