মোঃ আলামিন হোসেন প্রতিনিধি
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলা অংশে সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা।
শনিবার (২৯ মার্চ, ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশ পরিদর্শন করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে স্থাপিত হাইওয়ে, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় কালে সার্বিক শৃঙ্খলার খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানা ইনচার্জ মোজাফ্ফর হোসেন,টি আই জসিম, এস আই মানিক রানা,এস আই হাফিজ এস আই নজরুল সেনাবাহিনীর সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
যানজটবিহীন মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে মহাসড়কে যেকোনো অনাকাঙ্খিত ঘটনারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার পরামর্শ দেন।