বিশেষ প্রতিবেদন
মুক্তি যুদ্ধের সংগঠক হালুয়া ঘাটের রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তির বিদায়।
হালুয়া ঘাট উপজেলার অন্তর্গত ১০ন ধুরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুর রহমান বিএ । একজন বষি’য়ান ত্যাগী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক গত কাল রাত ১২.৩০ ঘটিকার সযময় পথিবীর মায়া ত্যাগ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের প্রথম জানাজার সালাত অনুষ্ঠিত হবে অদ্য সকাল ৯:৩০মিনিটে হালুয়া ঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। দ্বিতীয় জানাজার সালাত অনুষ্ঠিত বিকাল ৫:৩০মিনিটে পাবিয়াজুরী স্কুল এন্ড কলেজ মাঠে।