বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুগ্ম সচিব, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বীর মুক্তিযোদ্ধাগন।
আজ ৩১শে মার্চ ২০২৫, সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুগ্ম সচিব , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মানোয়ার হোসেন মোল্লা। সকাল ১১ টায় ড. মানোয়ার হোসেন মোল্লার বাসভবনে বীর মুক্তিযুদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়।
ড. মানোয়ার হোসেন মোল্লা বীর মুক্তিযোদ্ধাদেরকে দুপুরে আপ্যায়ন করান। তিনি বলেন আমি মুক্তিযোদ্ধাদেরকে সবসময়ই সম্মান করে থাকি। তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা আজকে আপনাদের সাথে সেই ভাবে সৌজন্য সাক্ষাত করতে পারতাম না। আজকের এই দিনে আমি খুবই আনন্দিত উল্লাসিত আপনারা আমার বাসায় এসেছেন আমি খুশি হয়েছি। আল্লাহ আপনাদেরকে দীর্ঘায়ু করুক এই কামনা করি।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়া খান শিপার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান খান ,
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাজানানো হয় ।