আলমগীর কবীর হৃদয় প্রতিনিধি।
সম্প্রতি ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় রোজার ইফতার ও সাহরী’র সামঙ্গী বিতরণ মানবিক সহায়তার কাজে নিয়োজিত যুক্তরাজ্যর মানবিক সাহায্য সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন এর ৮ জন কর্মী ইসরাইলের ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন তাদের আত্মার শান্তি কামনায় গত ৩০ মার্চ পাবনার ভবানীপুরে অবস্থিত খোরশেদ আলী -আল খায়ের প্রাথমিক বিদ্যালয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান স্কুলের সভাপতি মেজর জেনারেল অবঃ ডাঃ মোঃ রবিউল হোসেন এর সার্বিক নির্দেশনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস আলী, সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম, অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করেন স্কুল সভাপতির উপদেষ্টা ও আবৃত্তি শিক্ষক আলমগীর কবীর হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র স্কুল কমিটির সম্মানিত সদস্য গণ সহ সহকারী প্রধান শিক্ষক শাম্মী আক্তার রীতা, সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সংগীত শিক্ষক মনজু আরা ইয়াসমিন নীলিমা, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, ইতি খাতুন প্রমুখ।