মাহমুদুল হাসান (আঃ কাদির)বিশেষ প্রতিনিধি।
ক্যাফে পল্লী রেস্টুরেন্ট মৈশন কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া সদর থেকে ৬ কিলোমিটার উত্তরে,আমরাইদ বাজার থেকে ৩ কিলোমিটার দক্ষিণে। ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ের পাশে) ।
প্রতিষ্ঠাতা মোঃ আলী হোসেন চৌধুরী। অন্তত খোলা মনের ও সাধারণ একজন মানুষ। অন্তত নিরিবিলি ও খোলামেলা পরিবেশে প্রাকৃতিক আরামদায়ক বাতাসে বসে খাবার খাওয়ার বিশেষ উপহার। মজাদার খাবার সুলভ মূল্যে পাওয়া যায়। যেখানে শুধু খাওয়া নয়, এখানে আসলেই যেন বহু কালের দুঃখ বেদনা ভুলে যাওয়ার এক স্বয়ংক্রিয় চিকিসালয়। যা না আসলে বুঝবার অবকাশ নেই। তাই সকল অঞ্চলের মানুষের কাছে ক্যাফে পল্লীর উপভোগ করার আকাঙ্ক্ষা করি এবং আপনাদের উপস্থিতি একান্ত কামনা করি। তাই দেরি নয়, ঠিকানা অনুযায়ী চলে আসুন আমাদের এই ক্যাফে পল্লীতে।