1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে পাহাড়ি জনগোষ্ঠীর

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করেন খানজাহান আলী (রহ.) মাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এছাড়াও এ মসজিদে দ্বিতীয় জামায়াত হবে সকাল ৮টা ১৫ মিনিটে এবং সর্বশেষ এবং তৃতীয় জামায়াত অনুষ্ঠি হবে সকাল ৯টায়। বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য মসজিদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন আলোকসজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন করে প্রত্নতত্ত্ব অধিদফতর ও জেলা প্রশাসন।

বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে নামাজ আদায় করেন। জেলা ছাড়াও বাইরের কয়েক হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। ঈদের নামাজ শেষে বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।ঈদুল ফিতরের দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন। তৃতীয় ও শেষ জামায়াতে ইমামতি করবেন ষাট গম্বুজ মাদরাসার প্রভাষক ও মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুম বিল্লাহ।

বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, বহুকাল আগে থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামায়াত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদেই অনুষ্ঠিত হয়ে আসছে। মসজিদে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদ ও ঈদ পরবর্তী এক সপ্তাহ দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মসজিদ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ফলে দর্শনার্থীদের আনন্দ আরও বৃদ্ধি পাবে।তিনি আরও বলেন, ষাট গম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। দর্শনার্থীদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই শিফটে ডিউটি করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট