মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার অতিরিক্ত কাঠ বোঝাই করা চাঁদের গাড়ি উল্টে মোঃ রাজু (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন।আহতরা হলেন জিপ (চাদেঁর গাড়ি) চালক মোহাম্মদ নাজিম (২৪) এবং মোটরসাইকেল যাত্রী মোহাম্মদ বেলাল (২৪)। গাড়ির মালিক নারায়ণহাট ইউনিয়নের বাদুরখীল গ্রামের মাইজ্জা মিয়া। জানা গেছে, গাড়ি চালকের লাইসেন্স ও গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই।প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ মার্চ সোমবার বিকাল সাড়ে চারটার সময় অতিরিক্ত অবৈধ কাঠ বোঝাই করা একটি জীপ (চাদেঁর)গাড়ি ভূজপুর থানার সামান্য উত্তর দিক থেকে দ্রুতগতিত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে উল্টে যায়।এ সময় গাড়ির ছাদে থাকা অতিরিক্ত কাঠ ছড়িয়ে পড়ে এবং সামনে ও পেছন থেকে আসা যানবাহনের ওপর প্রচণ্ড আঘাত হানে। এতে জীপ চালক পাশে থাকা হেল্পার মোঃ রাজু (১৪) চাপা পড়ে মারা যায় এবং মোটরসাইকেল আরোহী পূর্ব ভূজপুর আমতলী গ্রামের ছাবেদুল হকের ছেলে মোহাম্মদ বেলাল (২৪) গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে একটি জীপ ও মোটরসাইকেল ২টি জব্দ করেছে পুলিশ। সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।