বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলাধীন বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায়, সড়ক ও জনপথের জায়গা জোর করে দখলকৃত অবৈধ মার্কেটের বিপরীত পাশে, অবৈধ লেগুনার বেপরোয়ার কবলে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে ।
আজ ( ১লা এপ্রিল ২০২৫ ) মঙ্গলবার সকাল আনুমানিক ৯ ঘটিকায় সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট করার ফলে এই দুর্ঘটনা ঘটছে। যার ফলে কিছুদিন পর পর অবৈধ পিকআপ লেগুনার বেপরোয়া চলাচলে পথচারী থেকে শুরু করে পিকআপ লেগুনার অসংখ্য যাত্রীরা নিহত ও আহত হচ্ছেন। জানা গেছে আজও কয়েকজন আহত হয়েছে।
শুধু তাই নয় ঈদ মৌসুমে যেকোনো গন্তব্যস্থলে লেগুনাতে উঠলেই ভাড়া সর্বনিম্ন ৩০ টাকা দিতে হয় । সর্বসাধারণ ও সচেতন মহল বলেন আর কত মানুষ লেগুনার দুর্ঘটনায় নিহত হলে প্রশাসনের নজরে আসবে এবং এই অবৈধ লেগুনা বন্ধ হবে। ঈদুল ফিতরের আগের দিন এ ব্যাপারে নিউজ করা হয়েছিল তারপরও মেক্সি লেগুনার ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ যাত্রী এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বলেন আমরা পিকআপ
ম্যাক্সির কাছে জিম্মা কারণ অন্য কোন গাড়িতে উঠতে গেলে আমাদের সেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং বাধ্যতামূলক পিকআপ মেক্সিতে যেতে হয়।
বরংগাইল হাইওয়ে ওসি কে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি।মানিকগঞ্জ সড়ক ও জনপথেরর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জিলানী বলেন অবৈধ লেগুনা চলাচলের বিষয় দেখবেন জেলা পুলিশ প্রশাসন।শিবালয় সার্কেল এসপি বলেন আমরা শীঘ্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।