শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা’র আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রশিবির।
মঙ্গলবার (১ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল আমিন ট্রাষ্টে সাতক্ষীরা শহর ও জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাক্তার ওসামা রায়হান। কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন। জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসান ও জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন।