মো: শাহ জাহান বিশেষ প্রতিনিধি
ঈদের তৃতীয় দিনেও সাতছড়ি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের ভীড় চোখে পড়ারমত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু প্রাকৃতিক প্রেমিকরা ছুটে আসেন প্রকৃতির মাঝে নিজের অন্তরকে প্রশান্তি দিতে এই উদ্যানটি হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অবস্থিত, ১৯৭৪ সালে বণ্যপ্রাণী সংরক্ষণ / সংশোধন আইনের বলে ২৪০ একর এলাকা নিয়ে ২০০৫ খ্রি: সাতছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়,উদ্যানটিতে সাতটি পাহাড়ি ছড়ি আছে আর সেই ছড়ি থেকেই নামকরণ করা হয়েছে সাতছড়ি অর্থাৎ সাতটি ছড়ি উদ্যানটির পুর্বনাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট।