সোহেল টাঙ্গাইল উপজেলা প্রতিনিধি
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ এপ্রিল ২০২৫ খ্রি.বিকাল অনুমান ১৬:৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন আটিয়া ইউনিয়নের ৩০নং হিংঙ্গানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মোঃ রাজু ফরাজী (৩৮), পিতা- মোঃ জুরান ফরাজী , সাং-আটিয়া মধ্যপাড়া, থানা-দেলদোয়ার, জেলা-টাঙ্গাইল'কে ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য -১৫,০০০/- (পনেরো হাজার টাকা মাত্র)
এ ঘটনায় টাংগাইল জেলার দেলদোয়ার থানায় মামলা দায়েরর্পূবক আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।