মোঃ আজাদ হোসেন জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় নোয়ারপাড়া ঈদ মেলা থেকে অভিযানে নারী সহ ৩৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১এপ্রিল) গভীর রাতে নোয়ারপাড়া ইউনিয়নের হারঘিলা বাঁধ এলাকা থেকে তাদের আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, ঈদের দিন থেকে হারঘিলা বাঁধে ঈদ মেলার নামে জোয়া অশ্লীলনৃত্য ও মাদকের আড্ডা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন নারীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নোয়ারপাড়া হারঘিলা বেড়িবাঁধ এলাকায় ঈদের দিন থেকে ঈদ মেলার নামে জোয়া মাদক সেবন, অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছে একটি মহল। জোয়া খেলায় অংশ নিয়ে অনেকেই অর্থ হারিয়ে, অর্থ যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন নাশকতায় জড়িয়ে পরছিলো। অভিযান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক কৃতদের কোর্টের মাধ্যমেে জেল হাজতে প্রেরন করা হয়েছে।