মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের টি-রিসোর্ট সংলগ্ন প্রধান সড়কে সোমবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০:১৫ মিনিটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিচঢালা অংশে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন দুইজন, যাদের স্থানীয়দের সহায়তায় দ্রুত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আহতদের মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। আহতরা হলেন শমশেরনগর চা-বাগানের বাসিন্দা মিলন রবিদাস (৩৩) ও বীরবল রবিদাস (৪০)।
মৌলভীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দেন। রাতেই তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মিলন রবিসাসের মামা কানাই রবিদাস জানান, “গুরুতর আহত অবস্থায় বীরবল রবিদাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত ২:৩০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
কানাই রবিদাস আরও জানান,”অপর আহত মিলন রবিদাসের চিকিৎসা বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে চলছে। চিকিৎসকদের মতে, আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আশপাশের মানুষ দ্রুত আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।