মোঃ আজাদ হোসেন নিপুঃ
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রশিদপুর ক্ষেত্রীপাড়া গ্রামে গোরস্থান স্থাপিত হয়েছে অনেক আগেই। আজ জুম্মার পূর্বে “আমার গ্রাম আমার উন্নয়ন” সংগঠনের যুবসমাজের উপস্থিতি আমজনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তারপর গোরস্থান মসজিদে সবাই একসাথে জুম্মা আদায় করা হয় এবং সমাজের প্রতিটি মানুষকে কিভাবে সংযুক্ত করে গোরস্তানের উন্নতি করা যায় সে সম্পর্কে দীর্ঘ সময় আলোচনা করেন গোরস্থান কমিটির পক্ষে থেকে মরহুম শরীফ উদ্দিন মাস্টারের সুযোগ্য পুত্র প্রকৌশলী জনাব মো: মাহবুবুর রহমান। সবাইকে দিগ নির্দেশনা মূলক আলোচনা শেষে গোরস্থানে ফটোসেশান করেন যুবসমাজের সাথে। যুবসমাজের সবাই তার সাথে একমত পোষণ করেন এবং শেষে চা-বিস্কুট আপ্পায়নের মধ্যদিয়ে আলোচনা শেষে হাসি মুখে সবাই বাড়ি ফিরেন…