সজিব শিকদার জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটের রামপাল থানাধীন শংকরনগর দক্ষিনপাড়া গ্রামে মাছের ঘের দখলের কেন্দ্র করে সালাম শেখ (৩৭) নামে ১ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । ঘটনাটি ঘটেছে গত (২৮ মার্চ) আনুমানিক দুপুর আড়াই টার সময় হায়দার শেখ এর বসত বাড়ির সামনে এ সংঘর্ষ হয়। দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘের কেন্দ্র করে আলী আকবর (৭০), আবু হানিফ (৫০), আবু বক্কর শেখ (৬০), উভয় পিতা বারিক শেখ, মনিরুজ্জামান লালু (৪০), সোহেল শেখ (৩৭), বাবলু শেখ (৪৬), উভয় পিতা-আঃ হামিদ শেখ, আব্দুল্লাহ শেখ (৪২), পিতা-আলী আকবর শেখ, মেহেদী হাসান মোহাব্বত (৪৫), পিতা-মৃত রুহুল আমীন শেখ, আইয়ুব আলী শেখ (৫৫), পিতা-মৃত আঃ খালেক শেখ, শংকরনগর, গ্রামের আতারুল শেখ (৪৮), পিতা-মৃত কাওছার শেখ, সেলিম শেখ (৫০), জসিম শেখ (৪৭), উভয় পিতা-মৃত গোলাম শেখ, রিপন শেখ (৩৪), পিতা-ইউসুফ শেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জন। ভুক্তভোগী সালাম শেখ এর কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান মাছের ঘের দখলকারী ও আইন অমান্যকারী প্রকৃতির লোকজন। প্রতিপক্ষরা ঘটনার দিন আমার উপর লোহার রড, কাঠের বাটা ও বাঁশের লাঠি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আমার পকেটে থাকা একটি বাটন মোবাইল ফোন, মূল্য ২ হাজার ৮শত টাকা এবং নগদ বাইশ হাজার টাকা মোট চব্বিশ হাজার ৮ শত টাকা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া খাতুন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার স্বামী নিরীহ প্রকৃতির মানুষ, মাছের ঘের দখল ও পূর্ব শত্রæতার জের ধরে আমার স্বামীর উপর অতর্কিত হামলা চালায় গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা আমার স্বামীকে পিটিয়ে জখম করে অবরুদ্ধ করে নগদ ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে আমি রাবেয়া খাতুন বাদী হয়ে বাগেরহাটের রামপাল থানায় (২৯ মার্চ) ১৩ জনকে আসামী করে অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে একটি মামলা দায়ের করি। মামলা নং- ১৮। এ ব্যাপারে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এ ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নিব।