পিরোজপুর প্রতিনিধি :
ঈদ ছুটি কালীন সময়ে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক সেবা দান কর্মসূচি অব্যাহত
৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর ধরে আগেই ৫ দিনের ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।তারই ধারাবাহিকতায় ২৯ মার্চ শুরু হয়েছিল ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। একইসঙ্গে ছিল পবিত্র শবে কদরের ছুটি। ফলে ২৮ মার্চ থেকেই ছুটি শুরু হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি শেষে অফিস খোলার কথা ছিল বৃহস্পতিবার (৩ এপ্রিল), তার পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন যথা শুক্র ও শনিবার। ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ভোগ করছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিনের ছুটি ভোগ করলেও সারা দেশের ন্যায় পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অভিভুক্ত সকল মা ও শিশু কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিকভাবে সেবা দান কর্মসূচি অব্যাহত রেখেছে।সরজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অন্যান্য দিনের মতো ঈদের ছুটিতেও রোগীদের সেবা দান কর্মসূচি একইভাবে প্রদান করা হচ্ছে ।
পিরোজপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন রোগী ঈদের ছুটিতেও সেবা নিতে এসেছেন,তাদের সাথে কথা বললে তারা জানান ঈদের ছুটিতে আমরা এখানে এসেও স্বাস্থ্যসেবা পাচ্ছি এজন্য যারা এই স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।কারণ ঈদের সময় স্বাস্থ্য কেন্দ্রগুলো যদি বন্ধ থাকে তাহলে একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা একজন মা/বোন যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক তারা সেবা পেতে বিলম্ব হবে, কিন্তু আমাদের সেই বেগ পোহাতে হয়নি আমরা এসে এখানে ভালো চিকিৎসা পেয়েছি।এছাড়াও জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে গিয়ে রোগীদের সেবাদানের এ কার্যক্রম দেখা যায়।
কলাখালি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একজন স্বাস্থ্যসেবীর সাথে কথা বললে তিনি জানান,এই ঈদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে আসে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পরলে প্রাথমিকভাবে সেবাদানের জন্য একমাত্র উপায় হচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্র।আমরা এসব কিছু বিবেচনা করে আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই কার্যক্রম অব্যাহত রেখেছি।
এ ব্যাপারে পরিবার পরিকল্পনা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক ডা. হংসুপতি সিকদার বলেন, আমরা সরকারের নির্দেশনা মেনে জনসাধারণের সেবা প্রদানের লক্ষ্যে আমরা এর সেবা প্রদান করে যাচ্ছি কারণ আমাদের সামান্য আনন্দ ত্যাগের মাধ্যমে যদি সাধারণ মানুষ চিকিৎসা সেবা পায় ও এটাই আমাদের আনন্দ ও তৃপ্তি দায়ক, আমরা জনসাধারণের সেবা করার মাধ্যমে ঈদের আনন্দ ভোগ করি এবং আমরা এই সেবা প্রদান অব্যাহত রাখতে চাই।
“সবার উপরে মানুষ সত্য”তাহার উপরে নেই”