স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
কীর্তিমানদের মৃত্যু নেই”—এটি যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দেয় গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসের অন্যতম পথপ্রদর্শক, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ফজলুর রহমান সুলতান সাহেবের জীবনীতে।
গফরগাঁওয়ের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, গফরগাঁও উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, অবিভক্ত ময়মনসিংহ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য হিসেবে তাঁর অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়।তিনি ছিলেন গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসে এক প্রজ্ঞাবান, নীতিনিষ্ঠ ও পরিছন্ন রাজনীতিবিদের প্রতিচ্ছবি।
প্রয়াত এই নেতা ছিলেন একজন পরিছন্ন, আদর্শনিষ্ঠ ও নির্লোভ রাজনীতিবিদ। তিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন মানুষের হৃদয়ের নেতা—গফরগাঁওবাসীর প্রিয় ফজলুর রহমান সুলতান।গফরগাঁওয়ের মানুষ আজও তাঁকে স্মরণ করে একজন সাহসী, নীতিবান, নির্লোভ ও মানবিক জননেতা হিসেবে।তাঁর মতো নেতৃত্ব আজকের রাজনীতিতে বিরল—এমনটাই বলছেন গফরগাঁওবাসী।
আগামীকাল (০৬ এপ্রিল) তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীতে গফরগাঁওবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই কিংবদন্তি রাজনীতিবিদকে।উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি—আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন