স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে উথুরী শিববাড়ি বাজারে গফরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী ও মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভার প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান বিএনপি’র তৃনমূল নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
এসময় প্রধান অথিতি মুশফিকুর রহমান দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং স্থানীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় বিএনপির অংগ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।