নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা সদর উপজেলার বাইশদার গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হক বেপারীর ছেলে সুমন বেপারী ফেসবুকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে “মা” সম্বোধন করে একটি পোস্ট দেন। এ ঘটনায় একই গ্রামের মুক্তিযোদ্ধা নবী নেওয়াজ খানের ছেলে ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং উক্ত পোস্টে কটূক্তিমূলক মন্তব্য করার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে শত্রুতা শুরু হয়।
ঈদের দিন (৩১ মার্চ) ঈদের নামাজ শেষে সহ-সভাপতির বাড়ির উঠোনে একদল হামলাকারী অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. আব্দুল হক বেপারী, মো. সুমন বেপারী, মো. সেলিম বেপারী ও মো. আব্দুল ওয়াহাব বেপারী। এ ছাড়া পরিবারের কয়েকজন নারী সদস্যও আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা নবী নেওয়াজ খানের চার ছেলে হায়দার খান, পারভেজ খান, রিগান খান ও গুলশান খান এছাড়াও আব্দুল মতিনের দুই ছেলে নাজমুল হক ও তাজমুল হকসহ আরও কয়েকজন।
এ বিষয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।