1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
যুবকদের মাদক মুক্ত রাখতে রাখাইন সম্প্রদায়ের ব্যতিক্রমী উদ্যোগ : মিনিবার নাইট ফুটবল টূর্নামেন্ট নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ক তরমুজ বাজারে শ্যামনগরের পরানপুর স্কুল বাড়ী সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ কুতুপালংয়ে জায়গা সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জায়ামাত নেতাসহ নিহত ৩ ঈদের ছুটিতেও অব্যহত ছিলো পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত সকল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত  থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে মাদকদ্রব্য আটক করা প্রসংগে গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

বাগেরহাটের মোরেলগঞ্জে ডায়রিয়ার প্রাদুর্ভাব, সরকারি হাসপাতালে স্যালাইন সংকট

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

মোরেলগঞ্জ সরকারি হাসপাতালে ডায়রিয়ার প্রাদুর্ভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। ঈদুল ফিতর থেকে গত ৬ দিনে শিশু ও বৃদ্ধ রোগীদের মধ্যে ডায়রিয়া সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একমাত্র সরকারি হাসপাতালটিতে রোগীর ভিড় বেড়েছে। এ পর্যন্ত ৫১ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। কলেরা স্যালাইন সংকটের কারণে হাসপাতালের রোগীদের বাহির থেকে কলেরা স্যালাইন এবং খাবার স্যালাইন কিনে আনতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানিরও সংকট রয়েছে গোটা হাসপাতালে, যার ফলে রোগীরা ভোগান্তিতে পড়ছেন।

সরেজমিনে শনিবার (৫ এপ্রিল) খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানির সংকটে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত ৬ দিনে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি।

ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বদনীভাংগা গ্রামের বিলকিস আক্তার (২৮), পশ্চিম সরালিয়া গ্রামের বৃদ্ধ মোস্তফা শেখ (৭০), উত্তর সরালিয়া গ্রামের শিশু আলফি (১০), ভাইজোড়া গ্রামের বজলু খান (৫৫), চুমকি আক্তার (১৬), আব্দুল্লাহ (১৩ মাস), আব্দুল আলিম (৪), ফাতেমা (৩), কহিনুর বেগম (৫০), জোসনা আক্তার (২০), ছবেদ হাওলাদার (৪২), নুরুন্নাহার বেগম (৫৫), জাহানারা বেগম (৪০), সাদিয়া (১৯), কহিনুর খাতুন (৪৫)। এভাবে মোট ৫১ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কিছু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চিকিৎসাধীন রোগী মোস্তফা শেখ, বজলু খান, জাহানারা বেগমসহ একাধিক রোগী বলেন, “হাসপাতালে খাবার পানি নেই, দুই-একটি স্যালাইন দেওয়া হলেও অধিকাংশ রোগীকে কলেরা স্যালাইন এবং খাবার স্যালাইন বাহির থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তাররা লিখে দিয়েছেন বাহির থেকে স্যালাইন কিনে আনতে হবে, কারণ হাসপাতালে স্যালাইন নেই।” এই অভিযোগ করেন রোগীরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, “কলেরার স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীদের বাহির থেকে কিনতে হচ্ছে, যার ফলে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে। এক মাস আগে স্যালাইনের চাহিদা দেওয়া হয়েছিল। খাবার পানির সংকটের বিষয়ে তিনি বলেন, নতুন ভবনের কাজ চলমান থাকায় তিনটি ফিল্টারের মধ্যে দুটিতে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়নি। একটির পানি শেষ হয়ে গেছে, এবং পুনরায় বৃষ্টি না হওয়া পর্যন্ত খাবার পানির সংকট কাটবে না। তবে বৃষ্টি হলে পানির সংকট কেটে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট