1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
যুবকদের মাদক মুক্ত রাখতে রাখাইন সম্প্রদায়ের ব্যতিক্রমী উদ্যোগ : মিনিবার নাইট ফুটবল টূর্নামেন্ট নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ক তরমুজ বাজারে শ্যামনগরের পরানপুর স্কুল বাড়ী সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ কুতুপালংয়ে জায়গা সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জায়ামাত নেতাসহ নিহত ৩ ঈদের ছুটিতেও অব্যহত ছিলো পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত সকল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত  থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে মাদকদ্রব্য আটক করা প্রসংগে গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

বাগেরহাটে সালিশি টাকা ঘিরে সংঘর্ষ: আহত ১০, আটক ৯ জন 

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সালিশ বৈঠকে ধার্য জরিমানার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ঘরানার অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তিনটি বসতবাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। পুলিশ উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে।

এই ঘটনা শুক্রবার (৪ এপ্রিল) রাত ও শনিবার (৫ এপ্রিল) সকাল দুই দফায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে আমীর আলী হাওলাদারের স্ত্রী হোসনেয়ারা বেগমের একটি মুরগি প্রতিবেশী আবুল বাশার ও আবুল হোসেনের ধানের ক্ষেতে ঢুকে পড়ে। এরপর শুরু হয় কথা কাটাকাটি ও মারধরের ঘটনা। এ ঘটনায় হোসনেয়ারাকে গুরুতর আহত করা হয়।বিষয়টি মীমাংসায় গত সপ্তাহে সালিশ বৈঠকে বসেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওহাব সরদার ও সাবেক সহ-সভাপতি এস এ সিদ্দিক। সালিশে আবুল বাশার ও আবুল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ শুক্রবার রাতে ওই দুই ব্যক্তি ৫০ হাজার টাকা পরিশোধ করতে গেলে ওহাব সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম দফায় সংঘর্ষে ৭ জন আহত হন।

শনিবার সকাল ৯টার দিকে উত্তেজনা ফের চরমে ওঠে। ওহাব সরদার ও এস এ সিদ্দিকের সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। এতে মোতালেব মীর, শুকুর মীর ও মোস্তাফা শেখের বসতবাড়ি ভাঙচুর হয়। একইসঙ্গে এনামুল মীরের দোকান, রফিকের সমিতির অফিস এবং আল মামুনের বেকারি কারখানাও ধ্বংসসাধন করা হয়।

হামলায় মহিলাসহ আরও ৪ জন আহত হন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফা শেখ বলেন, “ওহাব সরদার ও এস এ সিদ্দিক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।”

ওদিকে ওহাব সরদার দাবি করেন, “একটি মুরগির কারণে আমাদের লোককে মারধর করেছে। আমরা চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা জরিমানা ধার্য করি, ওরা মাত্র ৪০ হাজার টাকা দেয়। তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে।”

চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “এটা দলীয় কোনো বিষয় নয়, বরং একটি তুচ্ছ ঘটনা থেকে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।”

চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা উভয় পক্ষের ৯ জনকে আটক করেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট