1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
যুবকদের মাদক মুক্ত রাখতে রাখাইন সম্প্রদায়ের ব্যতিক্রমী উদ্যোগ : মিনিবার নাইট ফুটবল টূর্নামেন্ট নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ক তরমুজ বাজারে শ্যামনগরের পরানপুর স্কুল বাড়ী সরকারী দিঘির পানি পাইব লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ কুতুপালংয়ে জায়গা সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: জায়ামাত নেতাসহ নিহত ৩ ঈদের ছুটিতেও অব্যহত ছিলো পিরোজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের অবিভুক্ত সকল স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত  থানা কম্পাউন্ডে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ রৌমারীতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে মাদকদ্রব্য আটক করা প্রসংগে গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠিত 

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ

প্রথমবারের মত বান্দরবান জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে ১ম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশ গ্রহনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।

এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন। দীর্ঘদিন পর পুরানো বন্ধু-বান্ধবদের সাথে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় ত্যাগের পর থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবদের সাথে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়াও অনেক বন্ধু-বান্ধব মারাও গেছে। অনেকে আবার চাকরির সুবাদে দেশের বাহিরে রয়েছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আজ আমরা দেশ-বিদেশে থাকা সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পরে অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মন্তব্য করে প্রাক্তন শিক্ষার্থীরা।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, প্লাটিনাম জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন। এখানে বিদ্যালয়ের প্রথম ব্যাচের বেশ কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত হয়েছেন। দীর্ঘ দু’মাসের চেষ্টায় আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উৎসবটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত করেছি।

এদি‌কে প্লা‌টিনাম জয়ন্তী‌তে অ‌তি‌থি হি‌সে‌বে যোগ দি‌তে ‌পে‌রে খু‌শি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তি‌নি ব‌লেন, এটি পার্বত‌্য এলাকায় স্মরণীয় হ‌য়ে থাক‌বে। এমন মিলন‌মেলা বান্দরবা‌নে প্রথম। আশা কর‌ছি এ থে‌কে আগামী প্রজম্মের শিক্ষার্থীরাও অ‌নেক কিছু শিখ‌তে পার‌বে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তীর আয়োজকরা জানায়, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন ২ হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রিয় প্রতিষ্ঠানের ভালবাসার টানে মিলনমেলায় যোগদিতে দেশবিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে।

এদিকে দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সং, সাংষ্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুনিজনদের সম্মাননা স্মারক প্রদান এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদানসহ নানা আয়োজন।

ছবিক্যাপশনঃ শনিবার বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবঃ রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট