বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাই বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও রাজাপালং জায়ামাত ইসলামীর অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার (০৬ এপ্রিল) সকালে হঠাৎ করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি বলেন, তারা আপন চাচাতো ভাই বোনদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিব ও রাজাপালং জায়ামাত ইসলামীর অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুনও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
জানা গেছে, মৃত তিনজনের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষ এবং অন্য পক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা যায়।
তবে এবিষয়ে উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি পরে বিস্তারিত জানানো হবে।