পাবনা জেলা প্রতিনিধি
আরাফাত হোসেন নূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ সমাবেশ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে স্মারকলিপি দিয়েছে তার পরিবার এবং স্বজনরা।
রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল পাবনা জেলা শহরের অনন্ত মোড় থেকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে দিতে পাবনা জেলা প্রশাসনে সমবেত হয়। সেখানে শন্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও বক্তব্য শেষে জেলা প্রশাসনে স্মারকলিপি দেন তারা। এরপর বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনে গিয়ে স্মারকলিপি প্রধান করেন এবং হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ২৪ ঘন্টার মধ্যে আরাফাত হত্যাকারীদের গ্রেফতার না করলে বিক্ষোভকারীরা আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধীদের বিচার করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
আরাফাতের মা ও স্বজনরা বিক্ষোভ সমাবেশে বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শহিদ ও তার জামাই ফ্রেন্সী কাদের, ছিনতাইকারী নাঈমসহ সকল হত্যাকারীদের ফাঁসি চাই।