সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে আজ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
বেলা ১২ টায় বাগেরহাট পুরাতন কালেক্টর ভবনে বিশিষ্ট কবি এলিসের সভাপতিত্বে আলোচনা সভায় কবিতা পাঠ, স্বরচিত লেখা, আর্টিকেল প্রবন্ধ ফিচার নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন কবি হুমায়ুন কবির, মো. বরকত আলী, সাংবাদিক আজাদ রুহুল আমিন, সাহিত্যিক আবু সাঈদ মিনা, এডভোকেট এখতিয়ার মোড়ল, তরুণ কুন্ডু, লাভলী মল্লিক, শেখ ইকবাল হোসেন লাভলু, মনিরুল ইসলাম, গনেশ চন্দ্র বর্মন প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও শিক্ষাবিদ আলমগীর হোসেন।
অনুষ্ঠান শেষে কবি মো. বরকত আলী রচিত `সফরের পথে আল্লাহর মেহমান’ প্রবন্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি আবু সাঈদ মিনা ।