বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
মহেশখালীতে প্রথম বারের মতো রাখাইন সম্প্রদায়ের রাখাইন মিনিবার ফুটবল টুর্নামেন্ট সস্পন্ন হয়েছে, টুর্নামেন্টকে ঘিরে নারী-পুরুষের বাধঁভাঙ্গা উল্লাস সৃষ্টি হয়। মহেশখালীর রাখাইন জনগোষ্ঠীর যুবকদের মাদক মুক্ত রেখে ক্রীড়ামুখি করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে সফল ভাবে সস্পন্ন হয়েছে রাখাইন মিনিবার নাইট ফুটবল টূর্নামেন্ট ২০২৫। শনিবার বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির মাঠে টুর্নামেন্টেন ফাইনাল ম্যাচে টাইব্রেকারে মুদির ছড়া রাখাইন পাড়াকে পরাজিত করে প্রথম আসরে চ্যম্পিয়ান হন বড় রাখাইন পাড়া টিম মহজো।
রাখাইন ইয়াং ইউনাইটেড ক্লাবের আয়োজনে ও সমাজ কমিটির সাধারন সস্পাদক উছেন থে রাখাইনের সার্বিক সহযোগিতায় রাত ৮টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন মন্দির কমিটির সভাপতি জ্যরি মং, সাধারন সম্পাদক উসাং, আফ্রু, বিশেষ অতিথি ছিলেন অংছেহ্লা, রেনঅং, মিন্টু, ইউপি সচিব লা মং এবং মংক্যিংউ।সমাজ কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও সাবেক কাউন্সিলর জনিমং, চেনথেহ্লা, অংথেনক্য ও ক্যাহিন।
রাখাইন মিনিবার ফুটবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উফেছিং, উয়েমি, মংছিনলেন, সেনউ, ওয়ানজ্য, থেনউ, সুইথেন, ছানি, মংএনেই প্রমুখ।ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বড় রাখাইন পাড়ার জছেন, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুদিরছড়ার ওয়ানছেন, সর্বোচ্চ গোলদাতা হলেন বড় রাখাইন পাড়ার সানি।
গত ৩১ মার্চ মহেশখালীর রাখাইন সম্প্রাদয়ের সকল এলাকা থেকে ৮টি দল নিয়ে টূর্নামেন্ট শুরু হয়ে ৫ এপ্রিল তা সফল ভাবে সম্পন্ন হয়।নৈশকালীন এ টুর্নামেন্টে রাতে ম্যাচ চলাকালে প্রতিটি ম্যাচে পুরুষদের পাশাপাশি রাখাইন কমিউনিটির নারী দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এমন টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছেন আয়োজক কমিটি।