আব্দুল্লাহ আল মোমিন
গাজায় ইসরায়েলিদের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা
সোমবার (৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার অংশগ্রহনে একটি বিশাল বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে সমবেত হয়ে শ্লোগানে কম্পিত করে ও সমাবেশ করে।জেলা জামায়াতের সেক্টেটারি মাওলানা আব্দুল গাফফার খানের সন্চালনায় বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান,পাবনা সদর উপজেলা আমির মাওলানা আব্দুর রব,পৌরো আমির মাওলানা আব্দুল লতিফ,জেলা বার সমিতির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, ছাত্র শিবির সভাপতি ফিরোজ প্রমুখ
জামায়াতের বক্তারা বলেন, ইসরাইল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করে যাচ্ছে, সেটি রিতিমতো মানবতার চরম লংঘন । আমাদের ভাইদের নির্বিচারে হত্যা করছে, আমরা বসে থাকতে পারি না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা সবাইকে ইসরাইলের সব ধরনের পন্য ব্যবহার বর্জনের পরামর্শ দেন।