মাহামুদুল হাসান স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাঘাতে “গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে” (৭ এপ্রিল -২০২৫) সোমবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বাঘা উপজেলা আমীর ও বাঘা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,বাঘা উপজেলা জামায়াতে ইসলামী সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন নুহু, সাবেক উপজেলা নায়বে আমীর আব্দুল লতিফ, সাবেক রাজশাহী জেলা পূর্ব শিবির সভাপতি সবুজ মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাহাদুল,রেজাউল, আয়ূব আনসারী, জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম সহ বাঘা উপজেলা জামায়াতের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলটি বাঘা নতুন বাসস্ট্যান্ড নিমতলা জামে মসজিদ হতে বাঘা সরকারী কলেজ মোড় প্রাঙ্গনে গিয়ে পৌঁছায়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে।
অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন।
দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।
বক্তারা বলেন পরিতাপের বিষয় এই যে,আমরা দেখছি আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে যা অমানবিক ও দুঃখজনক।
ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অতীত ইতিহাস স্বাক্ষী জালিমশাহী সরকার কখনও জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারে নি, ইসরায়েলও টিকে থাকতে পারবে না।তাই বক্তারা ইহুদিবাদ ও ইসরায়েল জালিম সরকারকে পতন ঘটিয়ে ফিলিস্তিনদের রক্ষায় বিশ্ব মুসলিম নেতাদের এক হওয়ার আহবান জানান।