মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুরে গজারগাড়ি বিলে চলছে অবাধে মাটি কাটা।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিলের মাঝখান দিয়ে প্রবাহিত একটি জোলার পাড়ে থাকা মাটি কেটে বিক্রি করা হচ্ছে। একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বেশ কয়েকটি ট্রলিতে করে সেই মাটি পরিবহণ করা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ফসলি জমির উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হরিপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিতর্কিত বিএনপি নেতা শাজাহান আলী মেম্বারের ভগ্নিপতি আব্দুল বাতেন ও স্থানীয় ভেকু ব্যবসায়ী মানিক হোসেন যৌথভাবে এই মাটি কাটার সাথে জড়িত।
এ বিষয়ে ভেকু ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ইতিপূর্বে জোলা খনন করে মাটি জোলার পাড়ে বিভিন্ন কৃষকের জমিতে রাখা হয়েছিল। এখন তারা সেই মাটি সরিয়ে নিয়ে জমি খালি করছেন। এটাতো মানবিক কাজ। অনেক কৃষক উপকৃত হচ্ছে। সরকারি জেলার মাটি কি অন্য কেউ প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে নিতে পারে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, অবৈধভাবে কোথাও মাটি কাটতে দেওয়া হবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এটার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।