মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ডুমুরিয়া নিরাপদ সড়ক চাই( নিসচা)র ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ এপ্রিল সকাল ১১ টায় খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্টান্ড চত্বরে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে সড়ক নিরাপত্তা সম্পর্কিত লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়। এদিকে ক্যাম্পেইনটি নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কে চলাচলরত পরিবহন, চালক, শ্রমিক এবং পথচারীদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাংবাদিক আশরাফুল আলম, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান, সুকান্ত সহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য, এবং নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়া ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্রো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজ কল্যান কার্যকরী সদস্য শাহাবুদ্দিন সবুজ, মো: হুসাইন খান, এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, আলীমুজ্জামান, গোপাল এবং খান মুজাহিদুল ইসলাম সেতু সহ অন্যান্য নেতৃবৃন্দও ক্যাম্পেইনে অংশগ্রহন করেন। এসময় বক্তারা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন হাজারো মানুষের প্রান কেড়ে নিচ্ছে, যা দেশের জন্য বড় এক সমস্যা। তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক উন্নয়ন, চালকদের পেশাদার প্রশিক্ষণ, পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।