নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় কে বা কারা মাছ নিধন করার উদ্দেশ্যে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ১০-১২ লক্ষ টাকার মাছ ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে।
নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের দিগলা গ্রামের মৃত. মফিজ উদ্দিন এর ছেলে আবুল হোসেনের ফিসারিতে এ ঘটনা ঘটে।
ফিসারির মালিক আবুল হোসেন বলেন , রাতের আঁধারে দূর্বৃত্তরা ফিসারিতে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে । গত শনিবার ফিসারিতে ছিলেন না ,পরে ভোর ছয়টায় এসে দেখেন ফিসারীর মাছ ভেসে উঠেছে। এতে পাবদা ছিল দেড় লক্ষ কেজি মাছ (যা ১৭টি মাছে এক কেজি পর্যন্ত ওজন হয়)। অন্যান্য দেশীয় মাছের মধ্যে রুই ,কাতল, মৃগেল, সিলভার ,মাগুর, ঘাসকার্প ইত্যাদিও মারা গেছে। কারা আমার এমন ক্ষতি করেছে, তা তো নিজের চোখে দেখিনি। তবে কারও সঙ্গে যদি আমার শত্রুতা থেকেই থাকত তাহলে আমাকে পেছন থেকে মেরে চলে যেত। মাছের সঙ্গে তো কোন শত্রুতা ছিল না। আমার ১২ লাখ টাকার মাছ মেরে আমাকে পথে বসিয়ে দিল।
আমি প্রশাসনের কাছে তাদের বিচার দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, ভেসে ওঠা মাছগুলো পঁচে যাওয়ায় গর্ত করে পুঁতে রেখেছেন ।
এ বিষয়ে তিনি গত ৬ এপ্রিল রবিবার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।