1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্ত্রীকে তালাকের ১২ দিনের মাথায় ধর্ষণ করলো ছাত্রলীগ কর্মী চাটমোহরের রামপুরে অবাধে মাটিকাটা চলছে গাজায় গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল বাংলাদেশের রাজনীতি’ ফেক আইডি চালানো সন্দেহে আটক সিথীর জামিন গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশসংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গাঁজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল বাগেরহাট, জিহাদের ডাক ও ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল মহেশখালীতে দেশীয় অস্ত্র, গোলাবারুদসহ ২ ডাকাত আটক কক্সবাজারে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনির উপর ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে বান্দরবানের ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান ছাত্র-জনতার।

সোমবার (৭ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। তিনি বলেন, “ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা আসিফ ইকবাল। তিনি বলেন, “আমরা ছাত্র-জনতা আর নিরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর জুলুম চলতে দেওয়া যায় না। এই গণহত্যা বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা শিফাত, যিনি বলেন, “যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্তে রঞ্জিত হচ্ছে মাটি, সেখানে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তাই আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না নির্যাতন বন্ধ হয়।”

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট