মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম হনহত্যার প্রতিবাদ, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ ৭ এপ্রিল বিকাল সাড়ে ৩ টা থেকে তারা শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপুর্ন বিক্ষোভ কর্মসুচি পালন করেন। এসময় অনেকের হাতে সাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পন্য বর্জনের শ্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এসময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পন্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহবান জানান। বর্বর এ হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতী সংঘ সহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোন প্রতিবাদ করছে না। আমরা এ মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকান্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একহয়ে ফিলিস্তিন সাধীন করবার। অন্যথায় ভুলন্ঠিত হবে বিশ্ব মানবতা। এসময় বিক্ষোভকারীরা ” নারায়ে তাকবির, আল্লাহ আকবর” ফিলিস্তিনে হামলা কেন, জাতী সংঘ বিচার চাই। জিহাদ করে বাচতে চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে। ইসরায়েলের কালোহাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শ্লোগান দেন। বক্তারা আরো বলেন, নিরিহ ফিলিস্তিনের জনগনের ওপর বর্বোরিচিত হামলায় নারী, শিশু, বৃদ্ধ, কেউই রেহায় পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বোরোচিত হামলা হলেও জাতী সংঘ সহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ববিবেকের এমন নিরবতা পৃথিবীর সকল মুসলমানদের হ্নদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতী সংঘ ইসরায়েলের এ হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরাইলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পন্য বয়কটের আহবান জানান।