স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ০৬ নং রাওনা ইউনিয়ন টাওয়ার মার্কেটে রাতে ০৯ টায় সাবেক এমপি ফজলুর রহমান সুলতান সাহেবের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।রাওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার জুয়েল মিয়া, এবং সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মিন্টু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, গফরগাঁও উপজেলার বিশিষ্ট ঠিকাদার ও সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়া।
এছাড়াও গফরগাঁও উপজেলা যুবদলের সদস্য হানিফ খান, বিএনপি নেতা আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব অপু রায়হান, এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান নাইম।
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা প্রয়াত ফজলুর রহমান সুলতান সাহেবের রাজনৈতিক জীবন, তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।তাঁর মতো পরিছন্ন, সৎ ও মানবিক রাজনীতিবিদের কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।