মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
তালাকের ১২ দিন পর সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছাত্রলীগ কর্মী নাঈম হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায় অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত অপু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাঙ্গুড়ার আলোচিত গৃহবধূ অপহরণ মামলার আসামি আতিকুল হাসান বিপ্লবের ঘনিষ্ঠজন।
মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত অপু গত বছর ওই যুবতীকে বিয়ে করেন। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ১২ জানুয়ারি ওই যুবতীকে তালাক দেন। এর ১২ দিন পর গত ২৫ জানুয়ারি বাবার বাড়িতে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অপু। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগী।
ভাঙ্গুড়া ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনায় অপু জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত অপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।