মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
‘তারণ্যের অংশগ্রহণ-খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ৬ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলম কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। উপজেলা যুব উম্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগির মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংশিং মারমা, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আাসাদুল আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক জাকের হোসেন বাহাদুর, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক সহিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সোহেল চৌধুরী, জুয়েল খান, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাফিজ মোহাম্মদ আরিফ সহ আরো অনেকে।