মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর বিসমিল্লাহ সড়কের ২ নং গলিতে লবনচরা থানার অভিযানে চোরাই ইজিবাইক ও ছাগল সহ ২ চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, খুলনা সদর থানার দাদা ম্যাচ ফ্যাক্টরির সামনে নুর ইসলাম গাজীর ছেলে জামাল গাজী( ৪০) ও একই থানার পুর্ব বানিয়াখামারের হাকিম মোল্লার ছেলে শামীম মোল্লা (৩২)। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় কেএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ৭ এপ্রিল দুপুরে মহানগরীর বিসমিল্লাহ সড়ক ২ নং গলিতে লবনচরা থানার অভিযানে জামাল ও শামিকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থাকা একটি চোরাই ইজিবাইক এবং একটি ছাগল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে লবনচোরা থানায় মামলা দায়ের করা হয়েছে।