মোঃ সোহেল মিয়া স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান নৃশংস গণহত্যা, শিশু ও নারী হত্যা এবং হাসপাতাল, স্কুল, আবাসিক ভবনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল ০৭ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন এবং জামায়াত মনোনীত ঢাকা-১৯ এর এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার। এ মিছিলে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশগ্রহণ করেন শিমুলিয়া ইউনিয়নের জামায়াত ইসলামির নেতা কর্মীবৃন্দ এসময় নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গাজায় গণহত্যা একটি মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘের নির্লজ্জ নীরবতা এবং পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি আজ বিশ্ব মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে।