1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কৃত নেতা আজমল হুদা মিঠু এখনও দলীয় কার্যক্রমে সক্রিয়  পুলিশ সুপারের রাজনগর থানা পরিদর্শন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ নীলফামারীতে পুলিশের অভিযানে ১৫কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ এক যুবক আটক সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই চালকের আলীকদম ৫৭ বিজিবি উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ শ্রীমঙ্গলে বজ্রপাতে মারাত্মক আহত বাবা-ছেলে সুলতানপুর স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র আবদুল ওয়াহেদ ফরহাদ খুনের আজ ১১ বছর প্রতারণার সিন্ডিকেট: বাংলাদেশের লেডি বাইকার গ্যাংয়ের দাপট কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষক আহমদ আলীর সবজি বাগান, ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে গফরগাঁও সরকারি কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। আমরা ছাত্রসমাজ হিসেবে এর প্রতিবাদে সোচ্চার।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাব হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফাহিম এবং মাহিদুল ইসলাম মাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদল নেতা মিনহাজ, তোফায়েল, হামিম হাসান নীরব, নাঈম, আলিফ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ, শান্ত এবং তাওহিদ।
উক্ত কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন গফরগাঁও সরকারি কলেজের অনেক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা আরও বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজ গাজায় শিশুর কান্না থেমে গেছে, হাসপাতাল বিধ্বস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় বিশ্ব সভ্যতা চুপ করে থাকতে পারে না। ফিলিস্তিন এখন শুধুই একটি রাষ্ট্রের নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক।”

তারা বলেন, “আমরা বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের পাশে আমরা আছি, থাকবো। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহ ও বিশ্বজনগণের প্রতি আহ্বান, আসুন আমরা একসাথে ফিলিস্তিনের জন্য সোচ্চার হই।”

ছাত্রদলের পক্ষ থেকে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদানেরও জোর দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট