1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সুলতানপুর স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র আবদুল ওয়াহেদ ফরহাদ খুনের আজ ১১ বছর প্রতারণার সিন্ডিকেট: বাংলাদেশের লেডি বাইকার গ্যাংয়ের দাপট কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষক আহমদ আলীর সবজি বাগান, ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা সাত মাস অফিস না করেও চাকরি বহাল আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি ইমরুল হাসান আরিফ   উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সরকারী গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত সফল হতেই হবে: প্রধান উপদেষ্টা রৌমারীতে মিল মালিক সমিতি’র আহ্বায়ক শাহাজালাল রানা সদস্য-সচিব আমিনুল ইসলাম  রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মাদকদ্রব্য আটক করা প্রসঙ্গে গফরগাঁওয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুড়ি উৎসব: রঙে রূপে নতুন বছরকে স্বাগত

শ্রীমঙ্গলে পুলিশের ভয়ে পুরুষশূন্য পশ্চিম ভাড়াউড়া গ্রামের মানুষ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ভয়ে পশ্চিম ভাড়াউড়া গ্রামের প্রায় পুরুষশূন্য। গ্রামের সব মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কখন যে পুলিশ এসে ধরে ফেলে।

উল্লেখ্য বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় চাপাক্ষোভ বিরাজ করছে অটোচালক ও ভাড়াউড়া গ্রামবাসীর মধ্যে। শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণ বাদী হয়ে থানায় ৩৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ২৮০/২৮৫ জনকে আসামী করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছেন। প্রায় প্রতিদিন দিনেও রাতে পুলিশের লোকজন গ্রামে টহল ও নজরদারি বৃদ্ধি করায় ঈদের রাত থেকেই পুরুষশূন্য গ্রামবাসী।

অন্য দিকে আবার নতুন করে আলাউদ্দিন নামে একজন বাদি হয়ে ৫৪ জন কে আসামি দিয়ে ৬ এপ্রিল নতুন একটি লুটপাটের মামলা দেওয়া হয় পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের নামে।

পুলিশ, অটোরিকশা চালক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগের দিন রাত (৩০ মার্চ) প্রায় সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু শহরের গদারবাজারে তার পরিচালিত বিনালাভের বাজারে আসেন। এসময় অটোরিকশা পার্কিং নিয়ে চালকদের সাথে মধুর বাকবিতন্ডা হয়। এর জেরে মধুর লোকজন ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় ২০/২৫টি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ভাঙচুর করা হয়। চালকদের দাবি, মহসিন মিয়া মধুর লোকজন তাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ও তাদের ২৫টির মতো গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় অটোচালকদের আত্মীয়স্বজনসহ গ্রামের কিছু লোক শহর সন্নিকটস্থ পশ্চিমভাড়াউড়া গ্রাম থেকে লাটিসোটা নিয়ে শহরে আসেন। পরে শহরের চৌমোহনায় দুইগ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে পুলিশ ৫৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থলে যৌথবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শহরের ডাকবাংলা এলাকায় বিএনপি নেতা মহসিন মিয়া মধুর বাসভবন মহসিন নিবাসে অভিযান চালিয়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এসময় যৌথবাহিনীর সদস্যরা মধুসহ ১৩ জনকে আটক করেন অপরদিকে পশ্চিমভাড়াউড়া গ্রাম থেকে কামরুল ইসলাম হৃদয় নামের এক যুবককেও আটক করা হয়। পরদিন ৩১ মার্চ শ্রীমঙ্গল থানা পুলিশের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পশ্চিম ভাড়াউড়া গ্রামের মো.আমান মিয়া জানান, পুলিশের করা মামলার ভয়ে ঈদের রাত থেকে তিনি গ্রাম ছাড়া আছেন। গ্রামের শিশুকিশোর ও বৃদ্ধ নারীদের মধ্যে গ্রেফতার আতঙ্গ লেগে আছে। এছাড়া কোন পুরুষই আর গ্রামে অবস্থান করছেন না বলে জানান। এই মামলার ফলে নিরিহ ভিকটিমরা আবারও ভিকটিম হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম জানান,পুলিশের কর্তব্যকাজে বাঁধা,পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। গত ৬ এপ্রিল আলাউদ্দিন নামে একজন পশ্চিম ভাড়াউড়া গ্রামের ৫৪ জনকে আসামি করে নতুন একটি মামলা করা হয়েছে।
এছাড়া আকলিমা নামের এক নারীর মহসিন মিয়া মধুকে আসামি করে একটি মামলা করেছে এই মামলায় মহসিন মিয়া মধুসহ আসামিরা জামিনে আছেন। তিনি আরো জানান টমটম চালকদের পক্ষে থেকে মহসিন মিয়া মধুকে আসামি করে আরো ১৫ জনের নাম উল্লেখ করে একটা মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট