মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
পাবনা জেলা ভাঙ্গুড়া থানায় মেন্দা পৌর ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দার আব্দুল মোড়ের আইয়ুব আলী ছেলে চার বছরের শিশু বাচ্চা দাদির সঙ্গে পুকুরের পানিতে গোসল করতে গেলে দাদি গোসল করা হয়ে গেলে বাসাতে চলে আসে, কিছুক্ষণ পরে দাদি খেয়াল করে দেখে নাতি বাসাতে ফেরেনি পুকুরে গোসল করা অবস্থায় হয়তো আছে,
পুকুরে গিয়ে দাদি দেখে ওখানে নাতি নেই অনেক খোঁজাখুঁজি করার পরে।
করার পরে দাদি গিয়ে দেখে ছেলেটি পুকুরে নাই,
ঘটনাটি বাড়িতে ফিরে এসে তার ছেলে আইয়ুব আলী কে বলে আইয়ুব আলী এলাকার লোকজন নিয়ে ছেলেকে খোঁজার জন্য পুকুরে নামে অনেক খোঁজাখুঁজির পরে ছেলের মরা দেহ উদ্ধার করে,
চার বছরের ছেলে পুকুরে ডুবে মারা যাওয়ায় এলাকার লোক সবাই অনেক দুঃখ প্রকাশ করে এবং দৈনিক প্রভাতী বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলে আপনাদের মাধ্যমে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা যেন সতর্ক হয়,
আরো বলে আপনারা যে সত্যের সন্ধানে প্রকাশ করেন এগুলো জনসচেতন মূলক কর্মকাণ্ড, আপনাদের মাধ্যমে দেশের জনগণ আরো সচেতন হবে, এই পরিবারটির প্রতি শোক প্রকাশ করেছে এলাকার জনগণ।